ধাতু ও ধাতুবিদ্যা

Show Important Question


1) নিচে দেওয়া কোনটি একটি ধাতু নয় ?
A) পারদ
B) জিঙ্ক
C) টাংস্টেন
D) ফসফরাস

2) ব্রোঞ্জের প্রধান উপাদান হল:
A) Cu এবং Ni
B) Cu এবং Zn
C) Cu এবং Sn
D) Zn এবং Sn

3) পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সঙ্কর ?
A) লোহা ও তামা
B) তামা ও অ্যালুমিনিয়াম
C) তামা ও টিন
D) তামা ও দস্তা

4) ধাতুসংকর হল
A) মিশ্র ধাতু যার মধ্যে কার্বন আছে
B) মিশ্র ধাতুর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি
C) মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ
D) খুৰই রঙিন মিশ্র ধাতু

5) সাধারণ উয়তায় জলের সঙ্গে বিক্রিয়া করে কোন্ ধাতু?
A) Na
B) Ag
C) Au
D) Pt

6) তরল অধাতু কোনটি?
A) বোরন
B) কার্বন
C) ব্রোমিন
D) আয়োডিন

7) ম্যাগনেশিয়ামের একটি আকরিক হল—
A) জিপসাম
B) ম্যাগনেটাইট
C) ক্যালামাইন
D) ডলোমাইট

8) গ্যালেনা নিম্নের কার আকরিক--
A) টিন
B) লেড
C) অ্যালুমিনিয়াম
D) সোনা

9) টাইপমেটালে কী কী থাকে?
A) লেড, তামা ও অ্যান্টিমনি
B) লেড, টিন ও অ্যান্টিমনি
C) লেড, তামা ও ক্রোমিয়াম
D) লেড, তামা ও ম্যাগনেশিয়াম

10) নিচের সংকর ধাতুর মধ্যে কোনটিতে তামা থাকে না?
A) স্টেনলেস স্টিল
B) পিতল
C) কাঁসা
D) গান মেটাল

11) দার্শনিকের উল কাকে বলে?
A) জিংক অক্সাইড
B) ক্যালশিয়াম অক্সাইড
C) অ্যামোনিয়াম অক্সাইড
D) সোডিয়াম হাইড্রক্সাইড

12) লিমোনাইট কোন ধাতুর আকরিক?
A) আকরিক লোহা
B) ম্যাঙ্গানিজ
C) তামা
D) ম্যাগনেসিয়াম

13) নিম্নের কোন ধাতুটি ছুরির সাহায্যে সহজে কাটা যায় ?
A) সোডিয়াম
B) পটাশিয়াম
C) সোনা
D) রূপা

14) অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক?
A) আকরিক লোহা
B) ম্যাঙ্গানিজ
C) তামা
D) ম্যাগনেসিয়াম

15) নীচের মৌলগুলির কোনটি ধাতু?
A) আয়োডিন
B) আর্সেনিক
C) ফসফরাস
D) ম্যাগনেশিয়াম

16) একটি চকচকে অধাতু হল
A) সোনা
B) কার্বন
C) আয়োডিন
D) গন্ধক

17) ক্যালামাইন (Calamine) নীচের কোন্ ধাতুর একটি আকরিক?
A) টিন
B) মাগনেশিয়াম
C) দস্তা
D) তামা

18) কোনটি অধাতু হলেও তড়িৎ পরিবাহী?
A) গ্রাফাইট
B) ফসফোরাস
C) লেড
D) কপার

19) নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই?
A) তামা
B) রুপা
C) দস্তা
D) নিকেল

20) খনিজে উপস্থিত অবিশুদ্ধিকে কী বলে?
A) ধাতু সংকর
B) আকর মল
C) ধাতু মল
D) বিগালক